Online Earn, October 2015 ~ Tech Live BD

Friday, October 16, 2015

যারা এড দেখে ইনকাম করতে আগ্রহী, শুধু তাদের জন্য



১।Adpaying
অনেকেই এই সাইটের নাম আজকে শুনেছেন। কারণ সাইটটি মাত্র গতকালই লঞ্চ করেছে। আমি এই সাইট থেকে পেমেন্ট না পেয়েও এটিকে প্রথমে দেয়ার কারণ হচ্ছে এটি নতুন হওয়াতে এড বেশি দিচ্ছে ফলে নতুনরা আশানুরূপ রেজাল্ট পেতে পারেন। এদের মিনিমাম পে আউট $2। নিচের লিঙ্কে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন...
পুরো লিঙ্ক কপি-পেষ্ট করে স্পেস বাদ দিয়ে Enter দিন। টিটিতে Maybe রেফারাল লিঙ্ক দেয়া যাচ্ছে না। তাই স্পেস দিয়ে দিলাম
 

Sing up

যে কোনো অপরেটরে ইন্টারনেট চালান সম্পূর্ণ ফ্রিতে


বর্তমান ৩জি জগতে ইন্টারনেট স্পিড ভালো।কিন্তু দামের দিক দিয়েও তাদের তুলনা নেই।তাই বেশি ভাগ মানুষই ইন্টারনেট চালানোর মজা উপভোগ করতে পারে না।কিন্তু আর না!আজ আপনাদের এমন এক পদ্ধতি শিখাব যার মাধ্যমে গ্রামীণফোনে ফ্রিতে নেট ব্যবহার করতে পারবেন।এর জন্য আমাদের দুটি সফটওয়্যার দরকার।একটি দিয়ে আপনার পিসির আইপি এড্রেস হাইড করবেন এবং অপরটি দিয়ে আপনার পিসির জন্য একটি নতুন আইপি এড্রেস Create করবেন। সফটওয়্যার দুটি হোল Any Ip Hideএবং অপরটি হল IP AVC Creator।প্রথমে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিনঃ

Any Ip Hide ডাউনলোড

IP AVC Creator ডাউনলোড

ডাউনলোড শেষ হলে নিন্মের ধাপ গুলো অনুসরণ করুন:
১. Any Ip Hide ওপেন করুন
২.Hider ট্যাব এ ক্লিক করুন
৩.Hide IP তে ক্লিক করুন
আপনার একটি কাজ শেষ এবার অপর সফটওয়্যারের কাজ শুরু
৪. IP AVC Creator ওপেন করুন
৫.Create A New IP & Fix এ ক্লিক করুন
আপনার কাজ শেষ এখন আপনি ফ্রিতেই নেট চালাতে পারবেন।আপনার কোন টাকা খরচ করতে হবে না।আপনার নেট স্পীড ১-২ Mbps হবে।তাই দেরি না করে ফ্রি নেট চালানো সুরু করেন।এতে ধরা খাওয়ার কোন সম্ভাবনা নাই।কারন সুরু তেই আপনি আপনার পিসির ম্যাক এড্রেস চেঞ্জ করে ফেলে ছেন।মজা করে ফ্রি নেট চালান।মজা করে ফ্রি নেট চালান।মজা করে ফ্রি নেট চালান।মজা করে ফ্রি নেট চালান।মজা করে ফ্রি নেট চালান।

আপনার সিমের Delete হয়ে যাওয়া Contact Number, Messages ইত্যাদি ফিরিয়ে আনুন.......!

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন Techtunes.Com.Bd এর পক্ষ থেকে এই কামনা রইলো।
নিচের লিনক থেকে Zip File টি নামিয়ে নিন।
আমরা বিভিন্ন সময়ে মোবাইল ব্যবহার করতে গিয়ে ইচ্ছে করে কিংবা ভুল করে মেসেজ অথবা সেভ করা নাম্বার ডিলেট করে ফেলি। কিন্তু পরে দেখা যায় ডিলেট হয়ে যাওয়া ওই মেসেজ এবং নাম্বার প্রয়োজন পড়ে যায়। তখন পরতে হয় বিড়ম্বনায়। কখনো কখনো অনেকে জরুরী কোন মেসেজ কিংবা নাম্বার ডিলেট করে খুব বিপদে পরে যায়। কারণ এগুলো ফিরে পাওয়ার কোন পথ থাকেনা।

এখন থেকে এই বিপদ আপনি নিজে নিজেই কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য ছোট একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনাদের জন্য সফটওয়্যারটির ফুল ভার্সন আপলোড করেছি। মাত্র ৪৫০ কে.বি সাইজের ছোট
সফটওয়্যারটি ডাউনলোড করতে এই লিংকে গিয়ে Data Doctor Recovery – SimCard.zip নামের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

এবার আনজিপ করে সফটওয়্যারটি আপনার
কম্পিউটারে সেটাপ দিন। এবং রেজিষ্ট্রেশন করতে যে কোন নাম এবং ইমেইল দিয়ে টেক্সট ফাইলের মধ্যে থেকে ৪টি সিরিয়াল নাম্বারের যে কোন একটি
ব্যবহার করে সফটওয়্যারটি ফুল ভার্সন করে নিন। এবার সফটওয়্যারটি সম্পর্কে একটু বলে দেই। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোন দেশের সব ধরনের GSM SIM Card এর মেসেজ অথবা নাম্বার রিকভার করতে পারবেন। ইনবক্স, আউটবক্স, ড্রাফট, সেন্ড আইটেম সকল জায়গা থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ যে সেন্ড করেছে তারনাম্বার সময়, তারিখ এবং জায়গার নামসহ
রিকভার করা যাবে। এর মাধ্যমে সিম কার্ডের IMSI নাম্বার, ICC মোবাইল আইডেন্টিফিকেশন নাম্বার, সার্ভিস প্রোভাইডার নাম্বার এবং আরও অনেক তথ্যজানতে পারবেন। PC/SC অথবা Phoenix স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার দিয়ে সিম
কানেক্ট করে এই সফটওয়্যারটি দিয়ে কাজ
করতে পারবেন।
সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ। এটি প্রচললিত সব ধরনের উইন্ডোজ যেমনঃ Windows 2000, Windows 2003, Windows XP, Windows 7, Windows Vista তে সাপোর্ট করে।
মনে রাখবেন, সিম কার্ড পিসি তে কানেক্ট করে এই সফটয়্যার দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই PC/SC অথবা Phoenix স্ট্যান্ডার্ড সিম কার্ড রিডার ব্যবহার করতে হবে। ইলেক্ট্রনিক্স দোকানে গিয়ে GSM SIM Card Reader খুজলেই পাবেন। আশা করি সবাই এখন থেকে কাজটি করতে পারবেন এবং অনেক উপকৃত হবেন।