Online Earn, ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ওয়েব সাইট তৈরী করুন পর্ব-১ ~ Tech Live BD

Thursday, September 3, 2015

ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ওয়েব সাইট তৈরী করুন পর্ব-১

আমাদের অনেকেরই হয়তো ওয়েবসাইট আছে আবার অনেকেরই নেই। হয়তো অনেকের টাকার সমস্যা নয়তো অন্য কোন সমস্য যে কারোনেই হোক নিজের একটি ওয়েবসাইট খোলা হয় নাই।
তার মানেকি আপনার কোনদিনই একটি ওয়েবসাইট/ব্লগ থাকবে না। অসম্ভ্যব অবশ্যই থাকবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ধরনের একটি টিউটরিয়াল।
এটি টিটিতে আমার ২য় টিউন। এখানে আমি আপনাদের খুব সহজ ভাবে দেখিয়েছি কিভাবে ব্লগার.কম থেকে একটি ফ্রি ব্লগসাইট তৈরী করা যায়। এখানথেকে ওয়েবসাইট তৈরী করতে আপনার কোন টাকা পয়সা খরচ করতে হবে না। লাগবে না কোন ওয়েবসাইটের ভাষা জানা।
শুধু আমার টিউটরিয়ালগুলো দেখলেই হবে। আমি ধারাবাহিক ভাবে আপনাদের দেখাবো কিভাবে একিট সম্পূর্ণ ব্লগ করতে হয়।
যেসকল কারনে আপনার প্রথবে ফ্রি ব্লগ তৈরী করা উচিৎ:
  1. কোন টাকা লাগবে না
  2. ওয়েবসাইটের কোন ভাষা জানতে হবে না
  3. ওয়েবসাইটের কোন জ্ঞান থাকতে হয় না
  4. ডোমেইন কিনতে হবে না
  5. হোস্টিং কিনতে হবে না
  6. ব্লগ থেকে আয় করতে পারবেন
  7. অ্যাডসেন্সসে সহজেই অ্যপ্রূভ হয়
  8. সাইট স্ল হয় না 
কারন প্রথমে আপনি টাকা দিয়ে ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরী করলে আপনি তেমন কিছুই বুঝবেন না। তাতে আপনার অনেক সময় নষ্ট হবে সাথে টাকা। তাই প্রথবে একটি ফ্রি ব্লগ তৈরী করে চালানো শিখুন এর পর ভালো না লাগলে টাকা দিয়ে কিনে নিবেন। আর ব্লগটি যদি জনপ্রিয় হয় তাহলে আপনি ঐ ব্লগের নামে একটি ডোমেইন কিনে নিতে পারেন। তাহলে আনার আর ডাবল সময় নষ্ট হবেন।

অনলাইন ইনকাম এখানে ক্লিক করুন ।

তো আর কথা না বাড়িয়ে দেখে নিই টিউটরিয়ালটির প্রথম পর্ব  (এখান খেকে)

1 comments: